Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করায় বরিশালে মেয়রের বাড়ি ঘেরাও


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৯

বরিশাল: আগামী ১ অক্টোবর থেকে বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও হলুদ অটোরিকশা বন্ধের ঘোষণা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। এরই প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এক ঘণ্টা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ি ঘেরাও করেন রিকশার মালিক ও শ্রমিকরা।

পরে বিকেলে বৈঠক ডেকে মেয়র বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ক্ষুব্ধ আন্দোলনকারীরা স্থান ত্যাগ করে।

অটোমালিক ও চালকরা জানান, তাদের কেউ ঋণ করে গাড়ি কিনেছেন। এই দিয়ে সংসার চলে। এই সময়ে অটোরিকশা চলাচল বন্ধ করে দিলে তাদের না খেয়ে থাকতে হবে। এই কারণেই এ সিদ্ধান্তের প্রতিবাদে মালিক ও শ্রমিকরা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা বাসার সামনে অবস্থাও নিলেও পরিস্থিতি শান্ত ছিল। পরে বিকেলে মেয়র বৈঠক করেন। এরপর অবস্থান তুলে নিয়ে শ্রমিক-মালিকরা চলে যান।’

উল্লেখ্য, বরিশাল নগরীতে আড়াই হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করে। তবে কয়েকটি সড়কে যানজট নিরসনের জন্য এক অক্টোবর থেকে এসব চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

অটোরিকশা বরিশাল রিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর