খোলা জায়গায় মলত্যাগ করায় ভারতে ২ দলিত শিশুকে হত্যা
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৫
ভারতের মধ্যপ্রদেশে খোলা জায়গায় মলত্যাগ করায় ‘অস্পৃশ্য’ দলিত সম্প্রদায়ের ২ শিশুকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে।
পরিবারের ভাষ্যমতে পুলিশ জানায়, রুশনি (১২) ও অভিনাশ (১০) গ্রামের রাস্তায় মলত্যাগ করেছিল। কারণ তাদের বাড়িতে শৌচাগার নেই। তাই লাঠি দিয়ে পিটিয়ে তাদের হত্যা করা হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেশ চন্দল জানিয়েছেন, এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়াদের জিজ্ঞাসাবাদ চলছে।
নিহত শিশুদের পরিবার জানায়, শৌচাগার তৈরির অর্থ তাদের নেই। সরকারি সাহায্যও তাদের জুটেনি।
হিন্দুধর্মের গোত্র প্রথা অনুসারে নিচু বর্ণের দলিত সম্প্রদায়কে নানান অনাচারের মুখোমুখি হতে হয়।