ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক আর নেই
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৮
ফ্রান্সের দুবারের প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। তার পরিবার এ কথা নিশ্চিত করেছে। মৃত্যুকালে জ্যাক শিরাকের বয়স হয়েছিল ৮৬ বছর।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এসব তথ্য দেওয়া হয়েছে।
জ্যাক শিরাকের নিকটাত্মীয় বলেন, তিনি সকালে মৃত্যুবরণ করেছেন। এসময় পরিবারের সদস্যরা তার পাশে ছিল।
১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বকালে দেশের হয়ে শিরাক বেশকিছু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এরমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একক মুদ্রা ব্যবস্থা প্রণয়ন উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০০৩ সালে ইরাক আক্রমণেও প্রাসঙ্গিক ছিলেন তিনি।
শিরাক ২০০৫ ও ২০১৪ সালে স্ট্রোক করেছিলেন। পরবর্তীতে তাকে আর জনসম্মুখে খুব বেশি দেখা যায়নি।
জ্যাক শিরাক ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন।