Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালিদের পালাতে সহায়তা করায় দুই পুলিশ সদস্য বরখাস্ত


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৯ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৮

ঢাকা: ক্যাসিনো বিরোধী অভিযানের রাতে রাজধানীর সেগুনবাগিচার এক বাসা থেকে নেপালিদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে পুলিশের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এ কথা বলেন। এর আগে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতারা নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করার তথ্য জানান।

বিজ্ঞাপন

বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন রমনা থানার পুলিশ কন্সটেবল দীপংকর চাকমা, আরেকজনের নাম মিঠু। তিনি এএসআই হিসেবে ডিএমপিতে কর্মরত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত নেপালি নাগরিকদের পালাতে সহায়তাকারীদের ( সিসিটিভি ফুটেজ দেখে) তিনজনের মধ্যে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। খুব দ্রুতই ফলাফল পাওয়া যাবে।

এ সময় ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ভুইয়া, সাধারণ সম্পাদক দীপু সারোয়ারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অভিযান ক্যাসিনো টপ নিউজ নেপালি

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর