Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ানবাজারে কৃষক লীগ-শ্রমিক লীগের কার্যালয় উচ্ছেদ


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৮

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে অভিযান চালিয়ে কৃষক লীগ ও শ্রমিক লীগের কার্যালয় উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে এই কার্যালয়গুলো স্থাপন করা হয়েছিল।

ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ানবাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়-৫ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অভিযান শুরু করে ডিএনসিসি। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

বিজ্ঞাপন

অভিযানে জাতীয় শ্রমিক লীগ ও কৃষক লীগের আঞ্চলিক কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। অফিসগুলো ফুটপাত দখল করে গড়ে তোলা হয়েছিল। তবে অভিযানের সময় শ্রমিক লীগ ও কৃষক লীগের কোনো নেতাকে কার্যালয়ে দেখা যায়নি। উচ্ছেদকালে কার্যালয়ের ভেতরে টিভি, ফ্যানসহ বিভিন্ন সরঞ্জামাদি ছিল। সেগুলো না সরিয়েই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার সারাবাংলাকে বলেন, গত ২২ সেপ্টেম্বর থেকে ডিএনসিসি এলাকায় দখল হওয়া ফুটপাত ও সড়ক উদ্ধারে মাঠে নেমেছে ডিএনসিসির টিম। তারই অংশ হিসেবে কারওয়ানবাজারে অভিযান চালানো হয়। অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অফিসসহ বিভিন্ন দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সাজিদ আনোয়ার আরও বলেন, ‘দখলকারী কে, আমরা সেটি দেখছি না। আমাদের কাজ হলো বেদখল হওয়া জায়গা উদ্ধার করে জনগণকে বুঝিয়ে দেওয়া। এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণের।’ উচ্ছেদের পর যেন এগুলো আবার বেদখল না হয়ে যায় সে জন্য সকলের সচেতনতা দরকার বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযান কারওয়ানবাজার ডিএনসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর