Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশাসনের নাকের ডগায় ক্যাসিনো, বিস্ময় ১৪ দলের


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২১

ঢাকা: ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ক্যাসিনো গড়ে ওঠায় বিস্ময় প্রকাশ করে প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা জানিয়েছেন ক্ষমতাসী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট।

বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা থেকে এ বিস্ময় ও নিন্দা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ‘কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে? আমরা প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার নিন্দা করি।’

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে কোনো দুর্বৃত্তকে যেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়। প্রশাসনের মধ্যেও দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় আমরা নিন্দা জানাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য বলেন, ‘দেশের দুর্নীতি, সামাজিক অপরাধসহ সাম্প্রতিককালে ক্যাসিনো সংক্রান্ত বিষয়ে যে সকল অভিযানের নির্দেশ দিয়েছে। ১৪ দল সম্পূর্ণভাবে সে অভিযানকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন করে। ১৪ দল মনে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। অতীতেও ১৪ দল শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন দিয়েছে।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সমাজের যে কোনো অসঙ্গতি, সমাজের কোনো বিচ্যুতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা বারবার বলে আসছি। আমরা আনন্দিত হয়েছি, সাহসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

নাসিম বলেন, ‘অভিযানের পরিস্থিতিতে কোনো অশুভ শক্তি যাতে ঘোলাপানিতে মাছ শিকার করতে না পারে। এ জন্য আমাদের নিবেদিত কর্মীরা সংগঠিত থাকবেন, সতর্ক থাকবেন। এই লড়াইয়ে আমরা অবশ্যই জয় লাভ করতে চাই।’

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

১৪ দল ক্যাসিনো টপ নিউজ ঢাকা প্রশাসন

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর