চট্টগ্রামে ‘কিশোর গ্যাংয়ের গডফাদার’ টিনু রিমান্ডে
২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা নুর মোস্তফা টিনুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতারের পর র্যাব টিনুকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ‘কিশোর গ্যাংয়ের গডফাদার’ হিসেবে উল্লেখ করেছিল।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. খায়রুল আমীন এই আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতারের পর টিনুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে একদিন মঞ্জুর করেছেন।’
গত ২২ সেপ্টেম্বর রাতে নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকায় নিজ বাসার সামনে থেকে টিনুকে আটক করে র্যাব। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আটকের পর তার বাসায়ও তল্লাশি চালায় র্যাব।
নুর মোস্তফা টিনু চট্টগ্রাম নগরীর চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। বছরখানেক আগেও তিনি নিজেকে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচয় দিতেন।
এলাকায় আধিপত্য, অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো, ছিনতাই-চাঁদাবাজি, কিশোর অপরাধী চক্র গড়ে তোলাসহ বিভিন্ন অভিযোগ আছে টিনুর বিরুদ্ধে। ছাত্রশিবিরের নেতা আপন ভাই নাশকতার মামলায় গ্রেফতার হলে, তাকে ছাড়াতে পাঁচলাইশ থানা ঘেরাও করেও আলোচনায় এসেছিলেন টিনু। বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।
র্যাব জানিয়েছে, টিনু নগরীর চকবাজার ও আশপাশের এলাকার কিশোর গ্যাংয়ের গডফাদার। তার নেতৃত্বে ৫০-৬০ জন শিশু-কিশোর বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজকে শিবিরের আধিপত্যমুক্ত করে ছাত্রলীগ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে টিনু আলোচিত হয়ে ওঠে। এসময় ছাত্রলীগ নাম দিয়ে বহিরাগতদের মাধ্যমে চট্টগ্রাম কলেজ ও আশপাশের এলাকা নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টার অভিযোগ ওঠে টিনুর বিরুদ্ধে।