Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনো ইস্যুতে বন্ধ হচ্ছে না ‘আগুন’ সিনেমার শুটিং


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৪

শাকিব খান, বদিউল আলম খোকন ও জাহরা মিতু। ছবি: সংগৃহীত

গুঞ্জন দানা বাঁধতে শুরু করছে, শাকিব খান এবং নবাগতা জাহরা মিতু অভিনীত ‘আগুন’ ছবির কাজ মাঝপথে থমকে যেতে পারে। কারণ ছবির প্রযোজক এনামুল হন আরমানের নাম ক্যাসিনো ইস্যুতে জড়িয়ে গেছে।  যার প্রভাব সিনেমাতেও পড়বে।

তবে ছবির পরিচালক বদিউল আলম খোকন জানালেন ভিন্ন কথা। এই বিষয়ে সারাবাংলা ডটনেটকে তিনি বলেন, ছবির কাজ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম পরিস্থিতিতে এমন কানাঘুষা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি নিশ্চিত করে বলতে চাই, সিনেমার কাজ বন্ধ হচ্ছে না। সিনেমাটি নির্মাণের সকল খরচ প্রযোজক আগেই দিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমি এখন ছবির কাজে কক্সবাজার আছি। এখানে শেষ ধাপের শুটিং চলবে। শাকিব খানসহ সবার শিডিউল আগে থেকে নেওয়া। তাই কাজটা দ্রুত শেষ করতে চাচ্ছি। ইতিমধ্যে ছবির কাজ ষাট শতাংশ শেষ হয়েছে।

এর আগে ঢাকায় ‘আগুন’ ছবির দৃশ্যায়ণের কাজ হয়েছে। এফডিসি ও ঢাকার আশেপাশের লোকেশনে ছবির শুটিং হয়েছে। টানা পনেরো দিন কক্সবাজারে শুটিং করে পুরো ইউনিট ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন পরিচালক।

আগুন জাহরা মিতু বদিউল আলম খোকন শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর