Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি ১৩১ রোগী, ঢাকার বাইরে ২৬৭ জন


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৩ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৭

ঢাকা: মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৮ জন। এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১৩১ জন এবং ঢাকার বাইরে ২৬৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৬৫ জন রোগী।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

তিনি জানান, এ বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৬ হাজার ১৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ১৮৬ জন। অর্থাৎ এখন পর্যন্ত ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২২৪ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১২৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৭৫ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৪৮ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ১৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও বিএসএমএমইউতে ৭ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭ জন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন ও খুলনা বিভাগে ৮৭ জন, রংপুর বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৪৯ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ডা. আয়শা আক্তার ডেঙ্গু স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর