Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৪ বছরের মধ্যে মোংলা হবে আধুনিক আন্তর্জাতিক সমুদ্রবন্দর’


২৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৬ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১২

বাগেরহাট: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এরশাদ ও খালেদা জিয়ার সরকার মোংলা বন্দরকে মৃত বন্দরে পরিণত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেই মোংলা বন্দরের প্রাণ ফিরিয়ে দিয়েছেন। মোংলা এখন কর্মচঞ্চল ও লাভজনক বন্দরে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশইে আগামী চার বছরের মধ্যেই মোংলা বন্দর আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত আন্তর্জাতিক সমুদ্র বন্দরে পরিণত হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৫তম বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মোংলা বন্দর এখন আমাদের দেশীয় বন্দরই নয়, এটি এখন আন্তর্জাতিক সমুদ্র বন্দর। কেননা এই বন্দরের সুযোগ-সুবিধা এখন প্রতিবেশী রাষ্ট্রগুলোও গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী এর আগে মোংলা বন্দর জেটিসহ বন্দরের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক বন্দর উপদেষ্টা কমিটির সভায় মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়ন, বন্দর ব্যবহারকারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পশুর চ্যানেলের নাব্য সংরক্ষণসহ নতুন ইকুইপমেন্ট সংযোজনের বিষয়ে সভায় উপস্থাপন করেন। এছাড়া সভায় মোংলা-খুলনা মহাসড়ক, খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ, খুলনা-মোংলা রেল লাইন স্থাপন ও পদ্মা সেতু নির্মাণের ফলে এ বন্দরের কার্যক্রম বৃদ্ধির কথা উল্লেখ করা হয়।

উপদেষ্টা কমিটির এ সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকজমান হোসেন মিয়া, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, মোংলা পৌর মেয়র জুলফিকার আলী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাপ্টেন রফিকুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

আন্তর্জাতিক সমুদ্র বন্দর টপ নিউজ মোংলা বন্দর সমুদ্র বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর