Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা


২৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:২১

কুমিল্লা: সম্প্রতি কুমিল্লার নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি-২০১৯ সালের পরীক্ষায় এ প্লাস প্রাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ কবির উদ্দিন ভূইয়া, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মো. মজিবুর রহমান (বিএসসি)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্ধ।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইনান্স মো. কামরুল হাসান, আবুল কালাম আজাদ, মো. জাকির হোসেন, মো. কামরুল হাসান, অ্যাডভোকেট আবু মোসা, মো. রেহান উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, লোকনাথ সাহা, বশির আহম্মেদ, মো. শাহ আলম, মো. শাহ জালাল, লোকনাথ ভৌমিক, টিপু সুলতান, হুমায়ন কবির, স্বপন দেবনাথ, আব্দুল কাদের, মোবারক হোসেনসহ প্রাক্তন ছাত্র পরিষদের অন্যান্য সদস্য ও এলাকার অভিভাবকরা।

এ প্লাস এসএসসি কুমিল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর