Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এস এ পরিবহনের শাখা থেকে ৪৬ লাখ রুপি জব্দ


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৪

ঢাকা: রাজধানীর কাকরাইলের এস এ পরিবহনের শাখা থেকে ৪৬ লাখ ৫৯ হাজার রুপি জব্দ করেছে পুলিশের একটি টিম। এ সময় দুইজনকেও আটক করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিশু বিশ্বাস বলেন, ‘দুবাই থেকে বাংলাদেশে আসা দুইজন ওই রুপি নেওয়ার জন্য অপেক্ষায় ছিল। এস এ পরিবহন থেকে রুপি নিয়ে দুইজন তাদের লাগেজ গাড়িতে উঠাতে গেলে আমরা দুইজনকে আটক করি।’

আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এস এ পরিবহন পুলিশ রুপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর