Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসি মোয়াজ্জেমের আইনজীবী হলেন মোশাররফ হোসেন কাজল


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৭

ঢাকা: ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের পক্ষে সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ওসি মোয়াজ্জেমের পক্ষে একজন সাক্ষীকে জেরার জন্য প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হন। তবে মামলার নথিতে দাখিল করা ওকালতনামায় তার নাম ও সই না থাকায় বিচারক তাকে জেরা করার অনুমতি দেননি।

বিজ্ঞাপন

এদিন সাক্ষী সময় টেলিভিশনের সাংবাদিক আতিয়ার হাওলাদার হাজির হলে মোয়াজ্জেমের পক্ষে আইনজীবী ফারুক হোসেন তাকে জেরা শুরু করেন। জেরা চলমান অবস্থায় এক পর্যায়ে ট্রাইব্যুনালে উপস্থিত হন মোশাররফ হোসেন কাজল। এসময় ফারুক হোসেন জানান, সিনিয়র আইনজীবী হিসেবে অবশিষ্ট জেরা করবেন কাজল। তিনি জেরা শুরু করলে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তার কাছে জানতে চান, ওকালতনামায় নাম ও সই আছে কি না।

এরপর মোশাররফ হোসেন কাজল বলেন, আমি সিনিয়র হিসেবে এসেছি। আপনি অনুমতি দিলে জেরা করব। তখন বিচারক বলেন, ওকালতনামায় আপনি (কাজল) স্বাক্ষর না করলে জেরা করার সুযোগ নেই।

এরপর কাজল বলেন, সিনিয়র আইনজীবীরা ওকালতনামায় নাম না থাকলেও আদালতের অনুমতি নিয়ে মামলা পরিচালনা করতে পারেন। নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্টেও এই চর্চা রয়েছে।

এসময় বিচারক বলেন, আপনার মতো সিনিয়র এ মামলা পরিচালনায় এলে আদালতও উপকৃত হবে। তবে জেরা করতে হলে আইন অনুযায়ী ওকালতনামায় আপনাকে সই করতে হবে। আপনি চাইলে এখনই আদালতের নথিতে যে ওকালতনামা দেওয়া আছে, সেখানে সই করে জেরা শুরু করতে পারেন।

বিজ্ঞাপন

উত্তরে কাজল বিচারককে ধন্যবাদ দিয়ে বলেন, আমি এভাবে এখন ওকালতনামা দেবো না। আগামী তারিখে দেবো। আপনি পারলে একটি সময় দিয়ে দিন। তখন বিচারক তাদের লিখিত সময় আবেদন নামঞ্জুর করে জেরা করতে বলেন।

এরপর আইনজীবী ফারুক বলেন, আবেদন নামঞ্জুর করেছেন, আমাদের আর কিছু বলার নেই। তখন বিচারক সাক্ষী আতিয়ার হাওলাদারের সাক্ষ্য শেষ ঘোষণা করে সাক্ষ্যগ্রহণের জন্য ২ অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করেন।

এদিন এ মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও একমাত্র আসামি মোয়াজ্জেম হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

গত ২৪ জুন ওসি মোয়াজ্জেম হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।গত ১৬ জুন বিকেলে হাইকোর্ট এলাকা থেকে আটক হওয়ার পর ওসি মোয়াজ্জেম শাহবাগ থানা পুলিশের হেফাজতে ছিলেন। এরপর ১৭ জুন সাবেক ওসি মোয়াজ্জেমের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।

সোনাগাজীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি থানায় অভিযোগ দিতে আসার পর তাকে আপত্তিকর প্রশ্ন করা ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে।

গত ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এই আবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এর আগে, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। কারাগারে থেকেই নুসরাতের পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকেন সিরাজ। তবে মামলা তুলে না নিলে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন অধ্যক্ষের সহযোগীরা। গত ১০ এপ্রিলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের।

ওসি মোয়াজ্জেম ওসি মোয়াজ্জেমের আইনজীবী টপ নিউজ দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর