সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৪
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঁচলিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস’র একটি যাত্রীবাহী বাস পাঁচলিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মারা গেছেন। মাইক্রোবাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।