৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্ষুদ্রবিমা সম্মেলন
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩১
ঢাকা: আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৫তম আন্তর্জাতিক মাইক্রো ইন্স্যুরেন্স (ক্ষুদ্রবিমা) সম্মেলন-২০১৯। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্ধোধন করবেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক যৌথভাবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই সম্মেলনের আয়োজন করবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বিআইএর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের সভাপতি শেখ করিব হোসেন এসব তথ্য জানান।
এবারের সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের ৪৫০ জন প্রতিনিধি ও বিমা বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন উল্লেখ করে শেখ কবির হোসেন বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কৃষি বিমা, স্বাস্থ্য বিমা ও ক্ষুদ্র বিমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সর্বজনস্বীকৃত। এ কারণে কৃষি ও ক্ষুদ্র বিমার ওপর আমরা আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছি। এই সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের বিমার অভিজ্ঞতা বিনিময় হলে, আমাদের দেশের কৃষক, শ্রমিক ও নিম্নবিত্ত শ্রেণির চাহিদার পরিপ্রেক্ষিতে কৃষি, ক্ষুদ্র ও স্বাস্থ্য বিমার উন্নয়নের সহায়ক হবে। এছাড়া আমাদের বিমা শিল্পকে এগিয়ে নিতে এই সম্মেলন সাহায্য করবে বলে মনে করছি।’
তিনি বলেন, ‘এবারের ক্ষুদ্রবিমা সম্মেলনে ২০টির মতো সেমিনার অনুষ্ঠিত হবে। এইসব সেমিনারে বিমা শিল্পের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘জার্মানভিত্তিক মিউনিক ফাউন্ডেশনের প্রস্তাবে এই সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে। মিউনিক ফাউন্ডেশন জার্মানির একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠার পর থেকে মাইক্রো ইন্সুরেন্স নেটওয়ার্কের সঙ্গে যৌথভাবে ২০০৫ সাল থেকে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্ষুদ্রবিমা সম্মেলন করে আসছে।‘
এই ক্ষুদ্রবিমা সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে লোকজনকে বিমার আওতায় নিয়ে আসা সম্ভব হবে। আর এটি করা গেলে দেশের অর্থনীতিতে বিমার অবদান আরও বাড়বে বলে মনে করেন শেখ কবির হোসেন।
তিনি আরও বলেন, ‘আগামী বছর মুজিব বর্ষ পালনের জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। কেন না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিমা ব্যক্তিত্ব ছিলেন। তিনি পাকিস্তান আমলে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু যেদিন বিমা শিল্পে যোগদান করেছিলেন সেদিন ছিল ১ মার্চ। তাই এই দিনটিকে স্বরণ করতে আমরা ১ মার্চকে বিমা দিবস হিসাবে পালন করবো।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইএর সহসভাপতি অধ্যাপক রুবিনা হক, ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, নিটোল ইন্সুরেন্সের চেয়ারম্যান মনিরুল হক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আদিবা রহমান ও আইডিআরএর সাবেক সদস্য আদিবা রহমানসহ অনেকে।