Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যানবেরায় ৫০ গ্রাম গাঁজা বহন বৈধ ও লাগাতে পারবেন ২টি গাছ


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৩

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ব্যক্তিগত ব্যবহারে গাঁজার অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণবয়স্ক অর্থাৎ ১৮ বছরের বেশি যে কেউ ৫০ গ্রাম গাঁজা বহন ও ছোট ২টি গাঁজা চারা চাষ করতে পারবেন। লেবাররা আইনপরিষদে প্রস্তাবটি পাশ করে। তাতে সমর্থন ছিল গ্রিনদের।

সংবাদমাধ্যম নাইন নিউজের খবরে বুধবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

আইন অনুসারে, যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা রাখবেন ও চারা চাষ করবেন তারা তা কখনো বিক্রি করতে পারবেন না।

তবে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির শ্যাডো অ্যাটর্নি জেনারেল জেরেমি হ্যানসন অ্যাসেম্বলিতে বলেন, এতে গাঁজা ব্যবহারে অনেকে উৎসাহিত হবে। মাদক ব্যবহারে আটক চালকের সংখ্যা বাড়বে।

ফেডারেল সরকারের আইনে এখনো গাঁজা ব্যবহার ও চাষ অবৈধই থাকছে। তবে রাজ্য ও অঞ্চলগুলো এ বিষয়ে নিজেদের জন্য আইন প্রস্তুত করতে পারবে।

অস্ট্রেলিয়া গাঁজা বৈধ

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর