সন্ত্রাসবাদের বিস্তার করেছে আমেরিকা: রুহানি
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৩
মার্কিন যুক্তরাষ্ট্র যেখানেই গিয়েছে সেখানেই সন্ত্রাসবাদের বিস্তার হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানকে ‘রক্তপিপাসু’ আখ্যায়িত করে দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা বাড়ানো হবে বলে মন্তব্য করেন। ট্রাম্পের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন রুহানি। তিনি বলেন, ‘ট্রাম্প দাবী করেছেন আমেরিকা যেখানেই গিয়েছে সেখানেই সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, কিন্তু ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার বিপরীত। বরং দেখা গেছে আমেরিকা যেখানেই গিয়েছে সেখানেই সন্ত্রাসবাদ বিস্তার করেছে।’
রুহানি বলেন, ‘ট্রাম্প যখন তার দেশকে ইরান-মার্কিন পরমাণু চুক্তি থেকে বের করে নিলেন তখনই যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারিয়েছে ইরান। দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়তে যুক্তরাষ্ট্রকে ফের পরমাণু চুক্তিতে আসতে হবে।’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক সম্প্রতি বেশ অবনতি হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী সংস্থা আরামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতারা প্রায় প্রতিদিনই একে অন্যের বিরুদ্ধে কড়া মন্তব্য করছেন।