ডেঙ্গুতে খুলনায় নারীর মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৪
খুলনা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় লাভলী আক্তার নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (২৫ সেপ্টেন্বর) গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাভলী আক্তারের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার বালিয়া ডাঙ্গা গ্রামে। তার স্বামীর নাম জমির আলী।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় লাভলী আক্তারকে আমাদের এখানে ভর্তি নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
খুলনা সিভিল সার্জন কর্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন রোগীর মৃত্যু হয়েছে।