লোকালয়ে আসা হাতির আক্রমণে একজনের মৃত্যু
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:০১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে লোকালয়ে আসা হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় এ ঘটনা ঘটে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নেয়ামতউল্লাহ বিষয়টি সারাবাংলাকে জানিয়েছেন।
মৃত আবদুল আলম (৬০) উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদার বাড়ির মৃত হাকিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে পাহাড়ের কাছে নিজের জমি দেখতে গিয়ে হাতির পালের আক্রমণের শিকার হন আবদুল। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।