Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রী মান্নান খান দম্পতির মামলার শুনানি ২৬ নভেম্বর


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৪

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় অধিকতর চার্জশুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মামলাটির অধিকতর চার্জশুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মান্নান খান এবং তার স্ত্রী হাসিনা সুলতানা আদালতে হাজির থাকলেও তাদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান অন্য মামলায় ব্যস্ত থাকায় সময় আবেদন করা হয়। এ জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য নতুন করে এ দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলা দায়েরের তিন দিনের মাথায় ২৪ আগস্ট মান্নান খান ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকা তার স্ত্রী বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ২৩ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন হাসিনা সুলতানা।

২০১৫ সালের ১১ আগস্ট মামলাটি তদন্ত করে মান্নান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে মান্নান খানের অবৈধ সম্পদের পরিমাণ বেড়ে যায়।

তাতে দেখা যায়, তার আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা এবং তিনি সম্পদের তথ্য গোপন করেছেন ৩১ লাখ ৪৫ হাজার টাকার।

বিজ্ঞাপন

২০১৫ সালের ৯ জুন তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

ঢাকা সিএমএম আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিমন্ত্রী মান্নান খান

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর