Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক হ্যাকারের কবলে চট্টগ্রামের কোতোয়ালী থানার ওসি


২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৫

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুক হ্যাকারের কবলে পড়েছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মহসীনের তিনটি ফেসবুক আইডি। ব্যক্তিগত তথ্য ও পদবি ব্যবহার করে খুলেছিলেন ওই আইডিগুলো। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান ওসি মোহসীন।

তিনি সারাবাংলাকে জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একসঙ্গে তিনটি আইডি এক বা একাধিক হ্যাকার নিয়ন্ত্রণে নেয়। আইডিগুলো হচ্ছে- মোহাম্মদ মোহসীন, মোহাম্মদ মোহসীন পিপিএম ও ওসি কোতোয়ালী, সিএমপি। পরে অবশ্য আইডিগুলো ‍উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

‘রাতভর চেষ্টা করেও আমাদের আইটি বিষয়ে অভিজ্ঞ অফিসারদের কয়েকজন আইডিগুলো উদ্ধার করতে পারেননি। আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে প্রথমে আমার ব্যক্তিগত আইডিটি উদ্ধার করতে সক্ষম হই। পরে সন্ধ্যা ৭টার দিকে বাকি আইডি দুটি উদ্ধার করা হয়েছে।’

ওসি মহসীন সারাবাংলাকে বলেন, ‘ফেসবুক হ্যাক করার বিষয়ে থানায় জিডি করা হয়েছে। দুর্বৃত্ত হ্যাকার চক্রকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’

ওসি কোতোয়ালী চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর