ভারত-পাকিস্তান সীমান্তে ৬.৩ মাত্রার ভূমিকম্প, ১৯ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫২ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৭
জম্মু ও কাশ্মিরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২০০ জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জম্মু ও কাশ্মির ছাড়াও ভারতের পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা প্রদেশে এই ভূমিকম্প টের পাওয়া গেছে। ভারতের আবহাওয়া দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
এই ভূমিকম্পের উৎপত্তি স্থল পাকিস্তানের লাহোরের ১৭৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূমিকম্পে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মিরপুরের বিভিন্ন অঞ্চলে সড়ক ভেঙ্গে গেছে। যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।