Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ঘের শ্রমিকের


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৯

সাতক্ষীরা:  সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক চিংড়ি ঘের থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা উপজেলার হিরেরচক ঘেরে এ ঘটনাটি ঘটে। নিহতদের নাম নুরুল হক ও রাধা দাশ বলে প্রাথমিকভাবে জানা যায়। তারা ওই ঘেরের শ্রমিক ছিলেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। নিহত একজনের বয়স ৬০, অপরজনের বয়স ৫০। তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ ওসি বলেন, ‘তাদের দেহে পোড়া পোড়া দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে ঘেরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের।’

ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বিদ্যুতস্পৃষ্ট সাতক্ষীরা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর