নাটোরে জেএমবি’র ৭ সদস্য কারাগারে
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৫
নাটোর: নাটোরের কয়েকটি জঙ্গি আস্তানাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আটকদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুই নারীসহ সাত জেএমবি সদস্যকে নাটোরের আদালতে হাজির করা হয়।
আটকরা হলেন, জেএমবি সদস্য সুমাইয়া ওরফে মাহমুদা, টুলটুলি বেগম, জাহিদুল, আমজাদ, জহিরুল, ফজলুর রহমান ও ফজলু। এদিন কড়া নিরাপত্তায় তাদের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।
কোর্ট জিআরও সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারক জামিনে থাকা জাহিদুল, আমজাদ ও জহিরুলের জামিন বাতিল করেন ও শুনানির পরবর্তী দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।