ভয়াবহ আকার নিচ্ছে ঘূর্ণিঝড় হিকা, আঘাত হানতে পারে ওমানে
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৭
ঘূর্ণিঝড় হিকা ভয়াবহ আকার ধারণ করেছে। আরব সাগর থেকে উৎপত্তি হওয়া ঝড়টি ক্রমশঃ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতের মধ্যে ঘূর্ণিঝড় হিকা ওমান উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তরের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাগরে মাছ ধরা জেলেদের নিরাপদ স্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালের দিকে এই ঘূর্ণিঝড় আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তরের এক বুলেটিনে জানানো হয়েছে, গত ছয় ঘন্টায় শক্তিশালী ঘূর্ণিঝড় হিকা ঘন্টায় ২২ কিলোমিটার বেগে প্রবাহিত হয়েছে। আরব সাগরের উত্তর-পশ্চিমে প্রবাহিত হতে হতে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী আকার ধারন করবে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতের মধ্যে ঘন্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে হিকা ওমান উপকূলে আঘাত করবে। ঘন্টায় ১৫৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত প্রবাহিত হওয়ার পর ক্রমে ঘূর্ণিঝড়টি দূর্বল হয়ে পড়বে।
এছাড়াও, আগামী ১২ ঘন্টা পর্যন্ত সাগরের অবস্থা উত্তাল থাকবে। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।