Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্যাসিনোবিরোধী অভিযানে মানুষের সমর্থন রয়েছে’


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৩

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে আইনপ্রয়োগকারী সংস্থা যেভাবে কাজ করছে তাতে মানুষের সমর্থন রয়েছে। এর মাধ্যমে শুধু নগর নয় সারাদেশেই পরিচ্ছিন্ন হবে ও সুস্থ ধারায় ফিরে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএসসিসির নগর ভবনে ‘মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাত দখলমুক্ত এবং অবৈধ পার্কিং বন্ধ করা বিষয়ক সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বলতে পারি, থ্যাংক পিএম! আপনাকে অসংখ্য ধন্যবাদ।

তিনি আরও বলেন, এখানে একটি বিষয় এসেছে জনপ্রতিনিধিদের জড়িয়ে যাওয়ার বিষয়টি। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের কোনো ব্যত্যয় হবে না। সে যে পর্যায়ের জনপ্রতিনিধি হোক না কেন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আইনপ্রয়োগকারী সংস্থা শূন্য সহিষ্ণুতা নীতি অবলম্বন করছে এবং সেটা অব্যাহত থাকবে। যদি কোনো কাউন্সিলর এ ব্যাপারে জড়িত থাকে তাহলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে আমি এতে সর্বাত্মক সমর্থন, সাহায্য এবং সহযোগিতা করব।

কাউন্সিলরদের অবৈধ ব্যবসায় জড়িত থাকার বিষয়ে মেয়র বিব্রত কি না এমন প্রশ্নে সাঈদ খোকন বলেন, এ ধরনের কর্মকাণ্ড হতে পারে। এগুলোতে বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা এসব প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করব, সহযোগিতা করব। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সারাদেশের মানুষ এতে সমর্থন করছে ‌।

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমরা একজন কাউন্সিলরের (মমিনুল হক) শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলাম। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করতেন। তাই যাতে অনুমতি ব্যতিরেকে তিনি বিদেশ গমন করতে না পারেন সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে আমরা অবহিত করেছি লিখিতভাবে।

ক্যাসিনোবিরোধী অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর