দেশত্যাগে কতজনের নিষেধাজ্ঞা আছে জানেন না ওবায়দুল কাদের
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪০
ঢাকা: সরকারের শুদ্ধি অভিযানের ভয়ে কত সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে দেশত্যাগ না করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা জানেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মন্ত্রী জানান, চলমান অভিযানে ধরা পরার ভয়ে কতজন বিদেশে পালিয়ে গেছে এবং কতজনের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে তা কিছুই জানেন না তিনি। তবে বিশাল সংখ্যক নেতাকর্মী গোয়েন্দাদের পর্যবেক্ষণে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘যেসব অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান তারা আগে কোন দলে ছিলো তা দেখার সময় এখন না। তারা আগে অন্য দলেও থাকলেও এখন আওয়ামী লীগের নাম ব্যবহার করছে। তিনি বা তারা অপরাধ করেছে বলে তাদেরই ধরা হচ্ছে।’
এ সময় বিদেশি পর্যটকের স্বার্থে ক্যাসিনো ব্যবসা বাংলাদেশে বৈধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাত্রই বিষয়টি সকলের সামনে এসেছে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে এখনি কোনো ধরনের আলোচনা হয়নি।
দেশ ছেড়ে ‘পালিয়েছেন’ ৩০০ নেতাকর্মী