আয়োজকরা সৎ থাকলে আমিও নোবেল পেতাম: ট্রাম্প
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৭ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপের সুরে জানিয়েছেন, নোবেল পুরস্কারটা সৎভাবে দেওয়া হয়নি। নতুবা এটা তার পাওয়ার কথা ছিল। এছাড়া বারাক ওবামার নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্নে তুলেন তিনি। খবর টাইমের।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে সোমবার (২৩ সেপ্টেম্বর) এক আলোচনার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমি মনে অনেক ধরনের কাজের জন্যই আমি নোবেল পুরস্কারটি পেতে পারতাম যদি তারা এটি সততার সঙ্গে দিত।
প্রেসিডেন্ট হওয়ার পরেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল প্রাপ্তি বিষয়ে ট্রাম্প বলেন, ওবামা নিজেও জানেন না, কেন তিনি নোবেল পেয়েছেন। তার সঙ্গে এই একটি বিষয়েই আমি সহমত জানাই।
বারাক ওবামা তার দায়িত্বপ্রাপ্তির ৮ মাসের মধ্যেই আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে অগ্রণী ভূমিকা রাখায় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অপরদিকে ট্রাম্পকে ২০১৮ সালে নোবেলের জন্য জাপানের প্রধানমন্ত্রী মনোনীত করেছেন বলে গণমাধ্যমে তথ্য এসেছে। তবে ট্রাম্পের কপালে নোবেল জোটেনি।