Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মির সংকট: ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতায় প্রস্তুত ট্রাম্প


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৪

কাশ্মির পরিস্থিতি নিয়ে আবারও আলোচনার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মতে, ভারত ও পাকিস্তান উভয় পক্ষ চাইলেই তিনি মধ্যস্থতা করতে পারবেন।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে নিউ ইয়র্কে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও ট্রাম্প। আলোচনা শেষে যৌথ বিবৃতিতে ট্রাম্প এতথ্য জানান।

কাশ্মির সংকট বহুদিন ধরে চলে আসছে এবং তা জটিল জানিয়ে ট্রাম্প জানান, উভয় দেশ না চাইলে তার পক্ষে সমঝোতা করা সম্ভব নয়। মধ্যস্থতাকারী হিসেবে তিনি অতীতে ব্যর্থ হননি। ভবিষ্যতেও সাহায্যের জন্য তাকে পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আগের প্রশাসকরা পাকিস্তানকে নেতিবাচক দৃষ্টিতে দেখেছে। কিন্তু আমি পাকিস্তানকে বিশ্বাস করি। আমার পাশে থাকা ভদ্রলোককে (ইমরান খান) বিশ্বাস করি।

সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের সফলতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি শুনেছি তারা অনেক ভালো করছে। আমার ধারণা ইমরান এগিয়ে যেতে চান।

ইমরান খান কাশ্মির সংকট ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর