Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে পুলিশের ওপর হামলায় নব্য জেএমবির ২ সদস্য গ্রেফতার


২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৫ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬

ঢাকা: গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট । যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ এলাকা থেকে সোমবার তাদের গ্রেফতার হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানও সারাবাংলা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নব্য জেএমবি দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা গুলিস্তানে পুলিশের ওপর আইইডি হামলায় জড়িত। এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সকাল সাড়ে ১১টায় বিফ্রিং করা হবে।

বিজ্ঞাপন

গুলিস্তানে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ আহত ৩

উল্লেখ্য, গত এপ্রিলে গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আইইডি বা হাতে বানানো শক্তিশালী ছোঁড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭), লিটন (৪২) ও কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন। এর দায় স্বীকার করে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

জেএমবি টপ নিউজ বোমা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর