Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের শিমুলতলা গ্রামের তরিব উল্লা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ২০ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুন নূর (৪০) শিমুলতলা গ্রামের গুলে ফরমুজের ছেলে। ওই মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া তিনজন হলেন- শিমুলতলা গ্রামের আক্রম আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫), আব্দুল মান্নানের ছেলে ইদ্রিছ মিয়া (৪৭), গুলে ফরমুজের ছেলে শাহানূর মিয়া।

অদালত সূত্রে জানায় যায়, ২০১৬ সালের ২১ এপ্রিল রাত পৌনে নয়টার দিকে তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তরিব উল্লার বাড়িতে হামলা চালায় আসামিরা। এ সময় বাড়ির সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলে তরিব উল্লাহসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত তরিবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ এপ্রিল ছয়জনকে আসামি করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন দেলোয়ার হোসেন। আসামিদের মধ্যে বজলুর রহমান ও তানজু মিয়া বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

মৃত্যুদণ্ড সুনামগঞ্জ হত্যা মামলা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর