Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রদলের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত’


২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:১৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৩

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনাকে ‘রাজনীতির জন্য অশনি সংকত’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলেন, ‘অত্যন্ত সফল সম্মেলন ও নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদল নতুন উদ্যোগে ছাত্র রাজনীতিতে প্রবেশ করছিল। ঠিক সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের প্রেসিডেন্ট-সেক্রেটারিসহ নেতাকর্মীদের ওপর যে আক্রমণ  চালিয়েছে, এটা শুধু ন্যাক্কারজনকই নয়, বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- ছাত্রদলের কমিটির কার্যক্রমে আদালতের স্থগিতাদেশ

সোমবার (২৩ সেপ্টম্বর) কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের নেতাকর্মীদের দেখার পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, ছাত্রদলের ওপর এই হামলা গণতন্ত্রের ওপরে হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসী দল, ছাত্রলীগ তো বটেই। ছাত্র রাজনীতির যে নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছিল ছাত্রদল, সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করার একটা পাঁয়তারা চলছে। কারণ, বিভিন্ন পত্র-পত্রিকায় গত কয়েদিন ধরে আমরা যা দেখছি— চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সব ধরনের অন্যায়-অপকর্ম তারা করছে। সন্ত্রাস তারা সবসময় করে এসছে। সেই সন্ত্রাসের একটি নজির আজকে দেশবাসী দেখতে পেল।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সম্মেলনের মধ্য দিয়ে ছাত্রদল যেভাবে জেগে উঠেছে, এই ছাত্রদল নিশ্চয়ই অত্যন্ত সুসংগঠিত হতে পারবে এবং দেশের ছাত্র রাজনীতিতে, বিশেষ করে খালেদা জিয়ার মুক্তির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। সন্ত্রাসীরা কখনো জয়ী হতে পারে না। তারা অবশ্যই এই ছাত্রদলের নেতৃত্বেই পরাজিত হবে।’

বিজ্ঞাপন

ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আহতদের দেখতে যান।

ফাইল ছবি

ছাত্রদলের ওপর হামলা ছাত্রলীগের হামলা ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর