স্ত্রীসহ পরিবারের সবাইকে অচেতন করে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক
২৩ সেপ্টেম্বর ২০১৯ ২০:২০ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৬
ফেনী: ফেনীতে নিজের স্ত্রীকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে বাড়ির মালিকের স্কুল পড়ুয়া নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাড়াটিয়া যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত যুবক আশফাকুল রহমান বাবলাকে আটক করেছে পুলিশ। সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই স্কুল ছাত্রী কয়েক দিন আগে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ধর্ষক বাবলা ওই বাড়িতেই ভাড়া থাকায়, ওই পরিবারের লোকজনের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। পরে সোমবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বাবলাকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে কোমলপানীয়ের মধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে বাবলা তার নিজের স্ত্রী, ওই স্কুল ছাত্রী এবং তার নানা-নানীকে অচেতন করে। পরে মধ্যরাতে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ এবং এই ঘটনার ভিডিও করে রাখে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ধর্ষক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।