Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৫

বগুড়া: বগুড়ায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ক্রিয়েশন হোম কোচিং সেন্টারের পরিচালক আলী আহসান ডিউককে (৪৩) গ্রেফতার করে পুলিশ। রোববার দিনগত রাতে উপশহরের স্নিগ্ধা আবাসিক ২ নম্বর রোড এলাকায় নিজ কোচিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝোপগাড়ীর মৃত হযরত আলীর ছেলে।

বিজ্ঞাপন

অভিযোগকারী এক নারী সহকর্মী দাবি করেন, বিয়ের আশ্বাস দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পরিচালক আহসান আলী একাধিকবার ধর্ষণ করেছেন।

অপরদিকে শহরের উত্তর চেলোপাড়ায় ৫ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির মা সোমবার তার স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে চেলোপাড়া থেকে গ্রেফতার করে।

ধর্ষণ ধর্ষণের আসামি বগুড়া

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর