রোহিঙ্গাদের হাতে এনআইডি: ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩২
ঢাকা: কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পেছনে দুই নির্বাচন কর্মকর্তাসহ সাতজনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তারা হলেন, চট্টগ্রাম জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার সাবেক নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। লতিফ শেখ বর্তমানে পাবনার জেলা নির্বাচন কর্মকর্তা, ঢাকা এনআইডি প্রজেক্টের টেকনিক্যাল এক্সপার্ট সাগর, একই শাখার সাবেক টেকনিক্যাল এক্সপার্ট সত্য সুন্দর দে, চট্টগ্রামের পটিয়ার বড় উঠান ইউনিয়নের শাহানুর মিয়া, সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসের অস্থায়ী অপারেটর জনপ্রিয় বড়ুয়া (পটিয়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রাসেল বড়ুয়ার চাচাত ভাই) ও চট্টগ্রাম ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক জয়নাল আবেদীন।
সোমবার ( ২৩ সেপ্টেম্বর) কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধানের অনুমোদন দিয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদক সূত্র জানায়, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর এনফোর্সমেন্ট টিমের আবেদনের প্রেক্ষিতে অনুমোদন দেওয়া হয়েছে। ইসির পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজারের তিনটি পাসপোর্ট কার্যালয়সহ বিভিন্নভাবে সংগ্রহ করা প্রায় দেড়শ পাসপোর্ট আবেদনপত্রের নথি সংগ্রহ করে দুদক তদন্তে নেমেছে।