Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোস্টনে মোদি বিরোধী বিশাল বিক্ষোভ, এড়িয়ে গেছে ভারতীয় মিডিয়া


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৭ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৭

‘হাউডি,মোদি’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মাতামাতির খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে ভারতীয় মিডিয়া। কিন্তু রোবরার (২২ সেপ্টেম্বর) রাতে টেক্সাসের হোস্টন এনআরজি ফুটবল স্টেডিয়ামের বাইরে হাজার হাজার ভারতীয় অভিবাসী জড়ো হয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে বিক্ষোভ প্রদর্শন করেছেন সে খবর কৌশলে এড়িয়ে গেছে তারা। খবরে জানিয়েছে হাফিংটন পোস্ট।

ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হয়ে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্কের ব্যাপারে ভূয়সী প্রশংসা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু হিসেবেও ঘোষণা করেন তিনি।
এদিকে, ওই আয়োজন থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় অভিবাসীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি তার নিজস্ব প্রচারণায় ব্যবহৃত স্লোগানটি কিছুটা পরিবর্তন করে বলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার’।

ভারতীয় মিডিয়া মোদি বিরোধী বিক্ষোভের কথা প্রচার না করলেও, যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএনের খবরে শিরোনাম হয়েছে, ট্রাম্প আর মোদি একই মুদ্রার দুই পিঠ। হোস্টনে ‘হাউডি,মোদি’ অনুষ্ঠানের বাইরে বিক্ষোভরত ভারতীয় অভিবাসীরা আডিওস মোদি হ্যাশট্যাগ ব্যবহার করে মোদিকে ফিরে যেতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও প্রচারণা চালিয়েছেন।

ভারতীয় হিন্দু, মুসলমান, শিখ এবং খ্রিস্টানদের ওই বিশাল জমায়েত থেকে নরেন্দ্র মোদিকে প্রশ্ন করা হয়েছে, কাশ্মিরে কি ঘটছে, তা জানানো হচ্ছে না কেন? বিক্ষোভকারীরা ব্যানার, পোস্টার ও প্লাকার্ড নিয়ে মোদি বিরোধী স্লোগান দিতে থাকে। তারা বলে, হিন্দু ধর্ম আসল তবে হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি ভূয়া। আরও স্লোগান ওঠে, ‘মোদি মোদি ইউ ক্যান্ট হাইড ইউ কমিটেড জেনোসাইড।’
বিক্ষোভকারীরা মোদিকে হিটলারের সাথে তুলনা করে স্লোগান দিতে থাকেন। এবং আরএসএসকে কু কিউক্স ক্লানের সাথে তুলনা করেছেন।

বিজ্ঞাপন

সমালোচকরা বলেছেন,’হাউডি,মোদি’ মূলত শ্বেতাঙ্গ উগ্রপন্থী ও হিন্দু উগ্রপন্থীদের এক মিলন মেলা।

আরও পড়ুন: মোদি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু: ট্রাম্প

আডিওস মোদি কাশ্মির ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর