Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দিতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০২

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তিনি বলেন, ‘শিমুল বিশ্বাসকে পাসপোর্ট দিতে গত ২৯ আগস্ট আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার আদালত আজ স্থগিতাদেশ দেন।’

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট রুল যথাযথ ঘোষণা করে সাত দিনের মধ্যে পাসপোর্ট দিতে আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ।

শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা প্রকাশ করে। ফলে পাসপোর্টের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।

খালেদা জিয়া টপ নিউজ শিমুল বিশ্বাস হাইকোর্টের আদেশ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর