অভিযান চলবে, গা ঢাকা দিয়েও রেহাই পাবেনা: ওবায়দুল কাদের
২৩ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৬
ঢাকা: দুর্নীতি, মাদক ব্যবসা, টেন্ডারবাজির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়ার সময় বিমান বন্দরে আইন শৃঙ্খল বাহিনীকে নির্দেশ দিয়ে গেছেন, যত বড় গড ফাদার হোক, কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দুর্নীতির দুবৃত্তায়নের বিরুদ্ধে এ অভিযান শুধু ঢাকা কেন্দ্রিক নয় বরং সারাদেশে চলবে। যারা মদ, জুয়ার আসর বসিয়ে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা কেউ ছাড় পাবেনা। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।’
ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট এ অভিযানে গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তা আমি জানিনা। তবে যত বড় গডফাদার হোন না কেন, গা ঢাকা দিয়ে কেউ রেহাই পাবেন না।’
বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো নেতাকর্মীর বিচার করতে পারেনি। তাদের মুখে সমালোচনা মানায় না। আজ সরকার ও দলে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, তাতে শুধু সরকারেরই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। কোনো অবস্থাতেই উন্নয়ন, সুনাম কারো জন্য ম্লান হতে দেওয়া যাবেনা।’
অভিযান সম্পর্কে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর মন্তব্যের জবাব দেন তিনি। মন্ত্রী বলেন, ‘কে কী মন্তব্য করেছেন তা দেখার সময় নেই। এ অভিযান দুর্নীতি, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে। এ নিয়ে সমালোচনা করার সুযোগ নেই।’
সরকার, দল এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এমন ভয়াবহ মাদক, জুয়া ব্যবসা কিভাবে গড়ে উঠেছে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের দিকেই আঙ্গুল তুলেন। তিনি বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গনমাধ্যমকর্মীরাও এসব তুলে ধরতে পারতেন। সংবাদপত্রে প্রতিবেদন দেখে নেতাকর্মীরা ভুল-ভ্রান্তি শুধরে যান বলে উল্লেখ করেন তিনি।