Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়নগরের সায়েম টাওয়ারে পুলিশের অভিযান, আটক ১৭


২৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:২০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:২২

ঢাকা: রাজধানীর বিজয়নগরের সায়েম টাওয়ারে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয় বলে রমনা থানা সূত্রে জানা গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডে এ অভিযান চালানো হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সায়েম টাওয়ারের ৮ম তলায় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তারা সবাই সেখানে জুয়া খেলছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আটক ১৭ জুয়ার আসর টপ নিউজ বিজয়নগর সায়েম টাওয়ার