সিরাজদিখানে বাস খাদে পড়ে আহত ২০
২৩ সেপ্টেম্বর ২০১৯ ০০:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০০:০১
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় যাত্রীবোঝাই বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে উপজেলার ঢাকা-টঙ্গীবাড়ি সড়কের হিরনের খিলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মন্ডল জানান, এসএস পরিবহনের যাত্রীবোঝাই একটি বাস ঢাকা থেকে টঙ্গীবাড়ি উপজেলার বেতকার উদ্দেশে রওনা দেয়। পথে সিরাজদিখানের হিরনের খিলগাঁও এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হয়। বাসটি উদ্ধারের প্রচেষ্টা চলছে।