প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ছুরিকাঘাতে আহত কলেজছাত্রী
২২ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক কলেজছাত্রী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্থানীয় এক বখাটে তাকে ছুরিকাঘাত করেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
ছুরিকাঘাতে আহত পাপিয়া আক্তার (২২) শাপলা আবাসিক এলাকার কবির গাজীর মেয়ে।
অভিযুক্ত বখাটে নুরুল ইসলামের (৩০) বাসা নগরীর আকবর শাহ থানার মীর আউলিয়ার মাজার এলাকার একটি বস্তিতে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী সারাবাংলাকে জানান, পাপিয়া উত্তর কাট্টলী এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি একটি পোশাক কারখানায়ও চাকরি করেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বখাটে নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে পাপিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। কলেজে এবং কারখানায় আসা-যাওয়ার পথে রাস্তা আটকে তাকে প্রেমের প্রস্তাব দিত। আজ (রোববার) বিকেলে শাপলা আবাসিক এলাকার রাস্তায় পেয়ে তাকে আবারও উত্ত্যক্ত করা শুরু করে। পাপিয়া প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল ইসলাম তাকে ছুরিকাঘাত করে।’
আহত পাপিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বখাটে নুরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান।