Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে সেলুন ও স্পা সেন্টারে অভিযান, ১৬ নারী আটক


২২ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৭

ঢাকা: গুলশানের নাভানা টাওয়ারে ৩টি সেলুন ও স্পা সেন্টারে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ নারী ও তিন জন পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন গুলশান অঞ্চলের পুলিশের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিল, এখানে স্পা-এর আড়ালে অবৈধ ব্যবসা পরিচালিত হয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা এখানে রাত ৮টার সময় উপস্থিত হই। পর্যায়ক্রমে এই ভবনের তিনটি তলায় অবস্থিত তিনটি স্পা-তে আমরা অভিযান পরিচালনা করি।’

বিজ্ঞাপন

যে তিনটি স্পা’তে অভিযান চালানো হয় সেগুলো হলো রেসিডেন্স সেলুন, লাইফ স্টাইল হেলথ ক্লাব স্পা অ্যান্ড সেলুন ও ম্যাংগো স্পা।

সুদীপ কুমার চক্রবর্তী আরও জানান, তিনটি স্পা’তে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আমরা ১৬ জন নারীসহ মোট ১৯ জনকে আটক করেছি।

অভিযান গুলশান সেলুন ও স্পা