Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা


২২ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫১

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড়ে রেজুয়ান (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পাঁচ-ছয় জন যুবক তাকে কুপিয়ে হত্যা করে।

রেজুয়ান জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, রেজুয়ান জয়পুরহাটের তালিকাভুক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তার জেলও হয়েছে। রোববার দুপুরে রেজুয়ান অটো রিকশায় করে পাঁচবিবি যাচ্ছিলেন, পথে ঘটনাস্থলে পাঁচ-ছয় জন যুবক তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। তখন স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যায়।

পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা রেজুয়ানকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

কুপিয়ে হত্যা জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর