কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু, দুই সন্তানসহ আহত ৫
২২ সেপ্টেম্বর ২০১৯ ২১:২২
কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তাদের দুই সন্তানও আহত হয়েছে। আহত হয়েছেন আরও তিন তিন জন। আহত পাঁচ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পদুয়ার বাজার বাইপাসের ইউটার্নে একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে।
চৌয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, চৌয়ারা থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। সেটি পদুয়ার বাজার বাইপাসের ইউটার্নে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় সাত জন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চৌয়ারা ইউনিয়নের হিরাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী শিল্পী আক্তার মারা যান।
আবুল কালাম আজাদ জানান, আহত বাকি পাঁচ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে জাহাঙ্গীর-শিল্পী দম্পতির এক ছেলে ও এক মেয়েও রয়েছে।