Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের টাকা নিয়ে হাতেনাতে ধরা দিনাজপুরের ২ সরকারি কর্মকর্তা


২২ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০১:২১

দিনাজপুর: দিনাজপুর জেলা হিসাবরক্ষণ অফিসে ঘুষের ৩০ হাজার টাকাসহ দুই কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফরহাদ হোসেন নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে দুদক এ অভিযান চালায়। আটক দু’জন হলেন— অডিটর আনোয়ার পাশা ও দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার মো. ফেরদৌস হোসেন। দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, এসময় তাদের কাছ থেকে ঘুষের নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

দিনাজপুর সদর উপজেলার সদরপুর গ্রামের অভিযোগকারী ফরহাদ হোসেন জানান, তার বাবা খলিলুর রহমান দিনাজপুর জেলা তুলা উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন। তিনি ২০১২ সালে চাকরি থেকে অবসর নেন। ২০১৬ সালে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তার পেনশনের কিছু টাকা পাওনা ছিল। সেই টাকা তুলতে গেলে আনোয়ার পাশা ও ফেরদৌস তার কাছে ঘুষ দাবি করেন। তবে তাদের চাহিদামতো ঘুষ না দেওয়ায় তারা ইচ্ছা করে গড়মিল করে পেনশনের ১ লাখ ২০ হাজার টাকা কম দেন। পরে গত একবছরে জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আনোয়ার পাশার সঙ্গে যোগাযোগ করেও তার বাবার বকেয়া পেনশনের টাকা তুলতে পারেননি।

ফরহাদ হোসেন আরও জানান, পেনশনের বকেয়া টাকা তুলতে গেলে আনোয়ার ও ফেরদৌস ফের ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। শেষ পর্যন্ত গত ১ সেপ্টেম্বর তাদের দু’জনকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হেই। বাকি ৩০ হাজার টাকার জন্য তারা কয়েকদিন ধরেই তাগাদা দিচ্ছিলেন। পরে আজ (রোববার) বিকেলে তাদের ওই ৩০ হাজার টাকা দেই। এ সময় সমন্বিত জেলা দুদক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

বিজ্ঞাপন

দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ বলেন, মৃত খলিলুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেন দুদক কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগের সূত্র ধরেই আমরা অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ দু’জনকে হাতেনাতে আটক করেছি।

আটক দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলা করেছে বলে জানান পলাশ।

ঘুষের টাকা তুলা উন্নয়ন বোর্ড হাতেনাতে আটক হিসাবরক্ষণ অফিস