নির্যাতনের অভিযোগে ট্রাম্প কর্মচারীর পদত্যাগ
১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৩
আন্তর্জাতিক ডেস্ক
পারিবারিক নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আরও একজন কর্মচারী পদত্যাগ করেছেন।
অভিযুক্ত ডেভিড সোরেনসেন প্রেসিডেন্ট ট্রাম্পের উর্ধ্বতন উপদেষ্টা স্টিফেন মিলারের সঙ্গে হোয়াইট হাউজে ট্রাম্পের বক্তব্য লেখক হিসেবে কাজ করতেন।
বিয়ের পর থেকেই স্ত্রীকে নির্যাতন করতেন এমন অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার তিনি পদত্যাগ করেছেন বলে, প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেন, ‘মিডিয়ার সঙ্গে কথা বলার আগেই আমরা জানতে পারি তার নামে অভিযোগ করা হয়েছে।’
তিনি আরও বলেন এ ঘটনার পরই আমরা ওই কর্মচারীর সঙ্গে কথা বলি, ‘সে এই অভিযোগ অস্বীকার করে চাকরি থেকে পদত্যাগ করেছে।’
হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ ব্যাপারে এনবিসি নিউজকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করা হচ্ছে। তবে এই চাকরির জন্য তার পূর্বের সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিলো না।
তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সোরেনসেন জানিয়েছেন, ‘তার স্ত্রী নয়, বরং তিনিই বার বার স্ত্রীর কাছ থেকে নির্যাতনের শিকার হয়েছেন।’
এর আগেও রব পর্টার নামের হোয়াইট হাউজের স্টাফের বিরুদ্ধে সাবেক দুই স্ত্রীকে নির্যাতনের অভিযোগ আসে।
সারাবাংলা/এমআই