কোরিয়া সফরে আরিফুল, সিলেট সিটিতে ভারপ্রাপ্ত মেয়র লিপন
২২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১১
সিলেট: দক্ষিণ কোরিয়া সফরের কারণে মেয়র আরিফুল হক চৌধুরী দেশের বাইরে যাওয়ায় তার জায়গায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন লিপন। এসময় সিসিক কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কাজে দক্ষিণ কোরিয়া সফর করবেন। এ কারণেই প্যানেল মেয়র-১ ও সিলেট সিটির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। আরিফুল হক চৌধুরী দেশে ফিরে না আসা পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।
দায়িত্ব নেওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী দেশে ফিরে না আসা পর্যন্ত সিসিকের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।
তৌফিক বকস লিপন প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি করপোরেশন