পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় সৈন্যসহ ২৬ জনের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৪
পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলজিট-বালিস্তানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে পড়ে গেলে সৈন্যসহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বাবুসর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
গিলজিট-বালিস্তান সরকারের মুখপাত্র ফায়জুল্লাহ ফারিক বলেন, সকালে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের জেলার চিলাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
দায়ামোর পুলিশের মুখপাত্র মোহাম্মদ ওয়াকিল বলেন, প্রাইভেট কোম্পানির ওই যাত্রীবাহী বাসটি সাকডু থেকে রাওয়ালপিণ্ডি যাচ্ছিল। বাসচালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
যাত্রীদের উদ্ধারে ব্যবহার করা হয় হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স।
বাবুসর পাস রোড চালু থাকে জুন থেকে অক্টোবর পর্যন্ত। এসময়টাতে পর্যটকরা এ অঞ্চলে ভিড় জমান। তবে শীতকালে যখন ভারি তুষারপাত শুরু হয় তখন রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়।