নিরাপত্তা চেয়ে সিলেটের ৫৬ সাংবাদিকের জিডি
২২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৮
সিলেট: সহকর্মীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা চেয়ে সিলেটের সাংবাদিকরা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কোতোয়ালী থানায় ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক একইসঙ্গে সাধারণ ডায়েরি করেন।
তারা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একদল অস্ত্রধারী লোক এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে তুলে নিয়ে যায়। তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রেফতার বা আটক করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য জানায়নি।
তারা আরও বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সাদা পোশাকে মঈনুল হক বুলবুলকে তুলে নিয়ে তুলে গিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। একইসঙ্গে পুলিশের লুকোচুরিতে আমরা উদ্বিগ্ন।
ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী সারাবাংলাকে জানান, প্রথমে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানালেও পরে গ্রহণ করেছে।
নিরাপত্তা চেয়ে সিলেটে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া।