সরকারি কর্মকর্তাদের আ.লীগ করার দরকার নেই: ওবায়দুল কাদের
২২ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৮
কক্সবাজার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগ করার দরকার নেই। নিরপেক্ষ ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলেই আওয়ামী লীগের কাজ হয়ে যাবে।’
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি দফতরের প্রধান ও স্থানীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপির মুখে দুর্নীতির বক্তব্য ভূতের মুখে রাম রাম।’
জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেকউল্লাহ রফিক এবং জাফর আলম, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।